বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নি‌য়ে যুক্তরাজ্যে ব্রিফিং

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নি‌য়ে যুক্তরাজ্যে ব্রিফিং

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট সম্পর্কে একটি ব্রিফিং সেশনের আয়োজন করেছে।

বুধবার (২৬ নভেম্বর) ব্রিটিশ-বাংলাদেশি এবং কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে সশরীরে এবং অনলাইনে অংশগ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের বিদেশ থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার ঐতিহাসিক উদ্যোগ নেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কমিউনিটি প্রতিনিধিরা।

হাই কমিশনার কমিউনিটি নেতাদের, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে পোস্টাল ভোট সম্পর্কে প্রচারণা চালাতে সহায়তা করতে এবং অ্যাপে ভোটার নিবন্ধনে উৎসাহিত করতে আহ্বান জানান।

তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা পোস্টাল ভোট নিয়ে নানা প্রশ্ন করেন এবং সেটি আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা প্রবাসী বাংলাদেশিরা এখন ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা