বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

হুমকি ও হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের কর্মকর্তার বিরুদ্ধে গুলশানে জিডি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হুমকি ও হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের কর্মকর্তার বিরুদ্ধে গুলশানে জিডি
হুমকি ও হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের কর্মকর্তার বিরুদ্ধে গুলশানে জিডি

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হুমকি ও যৌন হয়রানির অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) তিনজন জাতীয় নারী শুটারকে ভয়ভীতি দেখানো এবং অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ তুলে জিডিটি দায়ের করা হয়।

জিডিতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জাতীয় শুটিং দলের কোচ শারমিন আক্তারের বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণ ও অপমানজনক মন্তব্যের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

জিডিটি করেছেন অভিযোগকারী তিন নারী শুটারের একজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জিডিতে উত্থাপিত অভিযোগগুলো পুলিশ তদন্ত করবে।

ওই নারী শুটার জিডিতে উল্লেখ করেন, তাঁরা তিনজনই জাতীয় ও আন্তর্জাতিক পদকজয়ী ক্রীড়াবিদ। তাঁর দাবি, জি এম হায়দার সাজ্জাদ দীর্ঘদিন ধরে তাদের মানসিকভাবে নির্যাতন করে আসছেন। গত ২৫ অক্টোবর সাজ্জাদ তাঁকে অফিসে ডেকে চার ঘণ্টার বেশি সময় ধরে অপমানজনকভাবে আচরণ করেন, যা তাঁর প্রশিক্ষণ ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।

জিডিতে আরও বলা হয়েছে, দলের কোচ শারমিন আক্তারও তাঁর প্রতি অশোভন আচরণ এবং অপমানজনক মন্তব্য করেছেন। এই দুই কর্মকর্তার আচরণে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর ফেডারেশনের ভিতরেই তাঁকে এবং আরেক শুটারকে ধর্ষণের হুমকি দেন সাজ্জাদ। পরে ৯ নভেম্বর তাঁরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন, যার পর সাজ্জাদ চাপ প্রয়োগ করে সমঝোতায় যেতে বলেন এবং না মানলে ক্ষতির হুমকিও দেন।

এই পরিস্থিতিতে তিনি ও তাঁর দুই সহকর্মী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগ নিয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে জি এম হায়দার সাজ্জাদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তিন নারী শুটারের একজন ফেডারেশনের সদস্য নন। তাঁর মতে, অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত, আর সে কারণেই শুটিং ফেডারেশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • দিনের সেরা
  • সপ্তাহের সেরা
৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ
৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ